Real mother story writing, story writing who is a real mother, Two women and a baby story, who is a real mother? Story writing for kids, story writing for school students class 5,6,7,8,9,10


Develop the following outline into a story.

[একটি গল্পে নিম্নলিখিত রূপরেখা বিকাশ করুন।]


[Outline : Two women quarrel over a baby-go to a court - the judge orders to cut and divide the baby-one agrees the other is silent - judge's decision - how?] 


[রূপরেখা: একটি শিশুকে নিয়ে দুই মহিলার ঝগড়া-আদালতে যান - বিচারক শিশুটিকে কেটে ভাগ করার নির্দেশ দেন-একজন সম্মত হন অন্যজন নীরব - বিচারকের সিদ্ধান্ত - কীভাবে?]


Title : THE REAL MOTHER


 Once two women quarrelled over a baby. Each claimed it to be her own. The neighbours came to them but could not settle their dispute. So they went to a court. The judge heard both of them but could not decide who the real mother of the baby might be. So he thought over it a little. Then the judge sent for the executioner and ordered: "Cut the baby into two equal halves and give each half to each woman." Hearing the King's order one woman became very happy. But the other woman remained silent for some time. Then she told the king with tears in her eyes: "Your Majesty, I will not be able to stand the sight of my baby to be cut into two. Better give it to that woman." The wise judge now had no difficulty in realising who the real mother of the baby was. For, no mother can stand the killing of her baby before her eyes! The judge gave the baby to its real mother and sent the other woman to prison.


Moral: Falsehood can not triumph.





 শিরোনাম: আসল মা



একবার দুই মহিলার বাচ্চা নিয়ে ঝগড়া হয়।  প্রত্যেকেই এটাকে নিজের বলে দাবি করেছে।  প্রতিবেশীরা তাদের কাছে আসলেও তাদের বিরোধ মেটাতে পারেনি।  তাই তারা আদালতে যান।  বিচারক তাদের উভয়ের কথা শুনলেন কিন্তু শিশুটির আসল মা কে হতে পারে তা সিদ্ধান্ত নিতে পারেননি।  তাই তিনি একটু চিন্তা করলেন।  তারপর বিচারক জল্লাদকে ডেকে পাঠালেন এবং আদেশ দিলেন: "শিশুটিকে দুটি সমান অংশে কেটে নিন এবং প্রতিটি অর্ধেক প্রতিটি মহিলাকে দিন।"  রাজার আদেশ শুনে একজন মহিলা খুব খুশি হলেন।  কিন্তু অন্য মহিলা কিছুক্ষণ চুপ করে রইলেন।  অতঃপর সে অশ্রুসজল চোখে রাজাকে বললো: "মহারাজ, আমি আমার শিশুটিকে দুই টুকরো করতে দেখতে সহ্য করতে পারব না। সেই মহিলাকে দেওয়া ভাল।"  বিজ্ঞ বিচারকের এখন বুঝতে অসুবিধা হয়নি যে শিশুটির আসল মা কে।  কারণ, কোনো মা তার চোখের সামনে তার শিশুকে হত্যা করতে পারে না!  বিচারক শিশুটিকে তার আসল মায়ের কাছে দেন এবং অন্য মহিলাকে কারাগারে পাঠান।



 নৈতিকতা: মিথ্যার জয় হয় না।



꧁ The End ꧂


প্রয়োজনীয় মনে হলে বন্ধুদের সঙ্গে share করুন 👇👇👇👇

1 Comments

Post a Comment

Previous Post Next Post