Chow Mien Preparation process Writing.
প্রিয় ছাত্র ছাত্রীরা আজ তোমাদের সঙ্গে একটি process Writing share করবো , কিভাবে Chow Mein তৈরি করা হয় । এই process Writing টি তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ । তাই কি ভাবে এই process Writing টি লিখতে হবে চলো দেখে নিই।
Using the following flow chart write a paragraph within 100 words on how Chow mien is prepared at home.
নিচের ফ্লো চার্টটি ব্যবহার করে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখুন কিভাবে বাড়িতে চৌ মিয়েন প্রস্তুত করা হয়।
Chow bought from market - broken to pieces - boiled in water - water drained out - salt, potato, beans, sliced onion and tomato added - fried in a shallow pan over a little oil - placed in a plate spreading sauce on it - served hot with a fork or spoon.
Chow mien is a favourite food item throughout the world. We eat Chow mien but we do not know how it is prepared at home. The preparation of chow mien goes through a number of steps. At first Chow is bought from market. Then it is broken to pieces. After that the pieces are boiled in water. Then the water is drained out. Thereafter, salt, potato, beans, sliced onion and tomato are added to it. Next the mixture is fried in a shallow pan over a little oil. Then the Chow mien is placed in plate. Thereafter sauce is spread on it. At last the prepared Chow mien is served hot with fork or spoon.
বঙ্গানুবাদ -
চাউ মিন সারা বিশ্বে একটি প্রিয় খাদ্য আইটেম। আমরা চাউ মিন খাই কিন্তু বাড়িতে কীভাবে তৈরি হয় তা আমরা জানি না। চৌ মিয়েনের প্রস্তুতি বিভিন্ন ধাপের মধ্য দিয়ে তৈরি হয়। প্রথমে চাউ বাজার থেকে কেনা হয়। তারপর টুকরো টুকরো হয়ে যায়। এরপর টুকরোগুলো পানিতে সেদ্ধ করা হয়। তারপর জল বের করে দেওয়া হয়। তারপরে লবণ, আলু, মটরশুটি, কাটা পেঁয়াজ এবং টমেটো যোগ করা হয়। এরপর মিশ্রণটি একটি অগভীর প্যানে সামান্য তেলে ভাজা হয়। তারপর চৌ মিয়েন প্লেটে রাখা হয়। তারপরে এর উপর সস ছড়িয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত প্রস্তুত চাউ মিন কাঁটা বা চামচ দিয়ে গরম পরিবেশন করা হয়।
Post a Comment