মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভূগোল ও পরিবেশ
নবম শ্রেণি
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ বিষুবরেখায় প্রবতারার উন্নতি কোণ হলো
১.২ ভূ-আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয়—
ক) স্তূপ পর্বত
খ) ভঙ্গিল পর্বত
গ) গ্রস্ত উপত্যকা
মহাদেশ
১.৩ ঠিক জোড়াটি নির্বাচন করো –
ক) তিস্তা নদী–জোয়ারের জলে পুষ্ট
ঘ) দার্জিলিং জেলা – দৈনিক উষ্ণতার প্রসর বেশি
গ) মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা – জলধারণ ক্ষমতা কম।
ঘ) পাইন – ম্যানগ্রোভ উদ্ভিদ
২. একটি বা দুটি শব্দে উত্তর দাও :
২.১ কোনো স্থানের দ্রাঘিমা ২৪° পূঃ হলে ঐ স্থানটির প্রতিপাদস্থানের দ্রাঘিমা কত হবে?
২.২ একটি পর্বতবেষ্টিত মালভূমির নাম লেখো।
২.৩ কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ করা যায়?
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলি কী কী?
৩.২ ক্ষয়জাত সমভূমি ও সঞ্চয়জাত সমভূমির মধ্যে পার্থক্য লেখো।
৪. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
৪.১ (ক) 'উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের কার্যের ফলে শিলা আবহবিকারগ্রস্ত হয় চিত্রসহ ব্যাখ্যা করো। (খ) অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ায় শিলা কীভাবে বিয়োজিত হয় উদাহরণসহ লেখো।
উত্তর দেখতে নিচের লিংক ক্লিক করুন
Post a Comment