My Classmates Paragraph ইংরেজিতে ও বাংলাতে For School Students
➪ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ তোমাদের সঙ্গে একটি Paragraph শেয়ার করছি । এই Paragraph টি তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে। এই paragraph টি তোমাদের বুঝার সুবিধার্থে বঙ্গানুবাদ নিচে করে দেওয়া হল। সকল ছাত্রছাত্রীদের পক্ষে এটি উপকারে আসবে। চলো দেখে নিই কি রকম প্রশ্ন আসে
Q. Write a paragraph about Your classmates / write a paragraph about your your classmates. কিন্তু তোমাকে paragraph এর নাম দিতে হবে My Classmates.
My Classmates
The students who are with me in the same class are my classmates. We are 30 boys in total. All of them are my friends. They have come from different backgrounds. So they are different in attitude. But we never care to think of these differences. We sit together, play together and help one another. I look upon my class as my family. Our first boy Tapan is very serious about studies. Subir is another fine chap. He plays good cricket. Samal is good at painting. Birsa has a taste for music. John is a funny guy. He makes us laugh with his endless stock of jokes. I help them all and am helped by all. Never ever we pick up a quarrel. That's why I love to go to school regularly.
Bengali Medium Students দের জন্য নিচে বাঙ্গানুবাদ দেওয়া হলো
বঙ্গানুবাদ -
আমার সাথে একই ক্লাসে যে ছাত্ররা পড়ে তারাই আমার সহপাঠী। আমরা সর্বমোট ৩০ জন ছেলে। সব্বাই আমার বন্ধু। এরা ভিন্ন ভিন্ন পরিবেশ থেকে এসেছে। তাই এদের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গী। কিন্তু আমরা এইসব পার্থক্যগুলিকে কখনও আমল দিই না। আমরা একসাথে বসি, একসাথে খেলি, আর একে অপরকে সাহায্য করি। ক্লাসটাকে আমরা বাড়ি বলে মনে করি। আমাদের প্রথম স্থানাধিকারী ছাত্র তপন পড়াশোনার ব্যাপারে খুব মনোযোগী। সুবীর আর একজন সুন্দর ছেলে। সে ভালো ক্রিকেট খেলে। শ্যামল ছবি আঁকায় দক্ষ। বীরসার গানের রুচি আছে। জন মজার ছেলে। সে তার অফুরন্ত মজার ভাঁড়ার দিয়ে আমাদের হাসায়। আমি সবাইকে সাহায্য করি আর সকলের কাছ থেকে সাহায্য পাই। কখখনো আমরা ঝগড়া করি না। এইজন্যই আমার নিয়মিত স্কুল যেতে ভালো লাগে।
꧁The End꧂
ভালো লাগলে share করুন
☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎
Post a Comment