Write a report on the Annual Sports of your school
আজ আমাদের সঙ্গে একটি প্রতিবেদন শেয়ার করছি বা newspaper report writing শেয়ার করছি এই রিপোর্ট রাইটিং টি তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ুন এবং সঙ্গে খাতার মধ্যে লিখে দেওয়ার চেষ্টা করুন
Write a report on the Annual Sports of your school to be published in the school magazine.
স্কুল ম্যাগাজিনে প্রকাশিত আপনার স্কুলের বার্ষিক ক্রীড়া সম্পর্কে একটি প্রতিবেদন লিখুন।
Annual Sports of XYZ School.
14 July, katwa: Annual Sport is the most attractive event in each and every school. The annual sports of XYZ School took place on a grand scale in the playground the school. The students decorated the playground with small flags and festoons of different colour and flowers. The students made a dias at the Southern corner of the ground. A lot of enthusiasts, guardians, and many more gathered around the boundary of the playground. The annual sports meet started after a march past programme of the students. Many students participated in competitions of Annual Sport. The participants all put on vests and socks. There were hundred metre race, 200 metre race, high jump, long jump, cricket ball throwing, marble-spoon, potato race, go as you like, tug of war, hop-skip-jump, basket ball, musical chair etc. Among them the most attractive event was tug of war. Santu Das, a student of class IX was selected the best athlete. The President of the School Management presided over the function. Samir Ghosh, a famous footballer was the honoured Chief Guest. Both of them distributed the prizes among the winners. The Headmaster encouraged the students to be disciplined in every field of life. He also declared the next day holiday. The sports meet came to an end with a vote of thanks to the President and the Chief Guest. The experience left a sweet impression among all.
বঙ্গানুবাদ
XYZ স্কুলের বার্ষিক ক্রীড়া।
14 জুলাই, কাটোয়া: প্রতিটি স্কুলে বার্ষিক ক্রীড়া সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান। XYZ স্কুলের বার্ষিক খেলাধুলা স্কুলের খেলার মাঠে জমকালো স্কেলে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা বিভিন্ন রঙ ও ফুলের ছোট পতাকা ও ফেস্টুন দিয়ে খেলার মাঠ সাজিয়েছে। ছাত্ররা মাঠের দক্ষিণ কোণে একটি ডায়াস তৈরি করে। খেলার মাঠের সীমানা ঘিরে প্রচুর উৎসাহী, অভিভাবকসহ আরও অনেকে জড়ো হন। শিক্ষার্থীদের মার্চপাস্ট অনুষ্ঠানের পর শুরু হয় বার্ষিক ক্রীড়া সম্মেলন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা সবাই জ্যাকেট এবং মোজা পরে। এর মধ্যে ছিল শত মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, উচ্চ লাফ, লং জাম্প, ক্রিকেট বল নিক্ষেপ, মার্বেল-চামচ, আলু দৌড়, যেমন খুশি গো, টাগ অফ ওয়ার, হপ-স্কিপ-জাম্প, বাস্কেট বল, মিউজিক্যাল চেয়ার ইত্যাদি। তাদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ঘটনা ছিল যুদ্ধের টানাপোড়েন। সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন নবম শ্রেণির ছাত্র সন্তু দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সম্মানিত প্রধান অতিথি ছিলেন বিখ্যাত ফুটবলার সমীর ঘোষ। দুজনেই বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধান শিক্ষক শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলাবদ্ধ হতে উদ্বুদ্ধ করেন। পরদিন ছুটিও ঘোষণা করেন তিনি। সভাপতি ও প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে ক্রীড়া সভার সমাপ্তি ঘটে। অভিজ্ঞতা সবার মধ্যে মিষ্টি ছাপ রেখে গেছে।
আর্টিকেল টি ভালো লাগলো আপনার মতামত কমেন্ট বক্স এ গিয়ে জানতে পারেন আর বন্ধুদের সঙ্গে share করুন। ☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎
Post a Comment