মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021
পরিবেশ ও বিজ্ঞান ষষ্ঠ শ্রেণি
১. ঠিক উত্তর নির্বাচন করো:
১.১ সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় – (ক) রজন (খ) কুইনাইন (গ) রবার (ঘ) আঠা।
১.২ কৃষিক্ষেত্রে সার হিসেবে যা ব্যবহৃত হয় তা হলো – (ক) নুন (খ) ম্যালাথায়ন (গ) কার্বারিল (ঘ) ইউরিয়া।
১.৩ কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হলো– (S) CCI (খ) CCl2, (গ) CC4 (ঘ) CC3,
২. শূন্যস্থান পূরণ করো :
২.১ সাগরকুসুম আর _________মাছের মধ্যে মিথোজীবী সম্পর্ক দেখা যায়।
২.২ কোনো কঠিন পদার্থের বড়ো টুকরোকে ভেঙে ছোটো করা হলে ছোটো টুকরোগুলোর উপরিতলের মোট ক্ষেত্রফল বড়োটার উপরিতলের ক্ষেত্রফলের তুলনায়________যায়
২.৩ রান্নার বাসনের হাতলে প্লাস্টিকের আস্তরণ দেওয়ার কারণ হলো ধাতুর চেয়ে প্লাস্টিকের তাপ পরিবহণের ক্ষমতা________
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও
৩.১ বিভিন্ন প্রাণীদের থেকে জামাকাপড় তৈরির উপাদান পাওয়া যায়– উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো।
৩.২. জল ও বালির মিশ্রণ থেকে কী কী উপায়ে বালিকে পৃথক করা যায় ?
৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও
৪.১ ‘স্ট্রেপ্টোমাইসেস হলো উপকারী ব্যাকটেরিয়া বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো।
৪.২ জলে দ্রবীভূত হওয়ার পরে নুনকে সেই দ্রবণ থেকে ফিরে পেতে হবে। এই কাজে কোন পদ্ধতিটি – পরিস্রাবণ, না পাতন – অনুপযুক্ত এবং কেন?
উত্তর 👇👇👇নিচে দেওয়া হবে
Post a Comment