✔︎✪Write a newspaper report (within 100 words) on the outbreak of fire in your local market. You may use the following points: [তোমার স্থানীয় মার্কেটে আগুন লাগার ওপর একটি সংবাদপত্র প্রতিবেদন লেখো। তুমি নীচের সূত্রগুলি ব্যবহার করতে পার:]
Points Date and time-place-cause of fire damages-actions taken
[WBBSE Madhyamik Pariksha 2018]
FIRE AT SUPER MARKET
-By a staff reporter Kolkata, Sept. 16: A massive fire broke out in the early hours today at the congested Super Market. The fire continued to rage even after nine hours. However, no casualty has been reported so far, About 30 fire tenders have been pressed into service to douse the fire. Those who have lost everything in the blaze are mainly the owners of cosmetics and toy stores. The shop owners had not installed fire safety equipments despite warnings from the municipal corporation. Besides, they had stacked inflammable articles. As a result, the blaze spread quickly and the fire fighting operation became tough. However, people were evacuated from adjacent buildings because cracks have appeared in the building of the market. A forensic team visited the place to ascertain the cause of fire which is yet to be known.
বঙ্গানুবাদ -
সুপার মার্কেটে আগুন
—নিজস্ব সংবাদদাতা দ্বারা কলকাতা, সেপ্টেম্বর ১৬ : আজ খুব ভোরে জনাকীর্ণ সুপার মার্কেটে বড়ো রকমের আগুন লেগে যায়। ন-ঘণ্টা পরেও এই আগুন জ্বলতে থাকে। যাই হোক, এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আগুন নেভানোর জন্য প্রায় ৩০টি অগ্নিনির্বাপক যন্ত্র কাজে লাগানো হয়েছে। এই অগ্নিকাণ্ডে যারা তাদের সমস্ত কিছু হারিয়েছে তারা প্রধানত প্রসাধনদ্রব্য ও খেলনার দোকানের বিক্রেতারা। পৌরসভার সতর্কতা সত্ত্বেও দোকানদাররা আগুন থেকে বাঁচানোর সরঞ্জাম বসায়নি। তা ছাড়া, তারা দাহ্য বস্তু রেখে দিয়েছিল। তার ফলে আগুন তাড়াতাড়ি ছড়িয়ে যায় এবং তা বাগে আনা কঠিন হয়ে পড়ে। যাই হোক, মার্কেটের বাড়িটায় ফাটল দেখা দেওয়ায় এর সংলগ্ন বাড়িগুলো থেকে লোকজন খালি করে দেওয়া হয়। একটা ফরেন্সিক দল জায়গাটা দেখতে আসে আগুন লাগার কারণ নিশ্চিত করতে যা এখনও জানা যায়নি।
Post a Comment