WBP POLICE এর পরীক্ষার জন্য ইতিহাসের ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর 



1. তেভাগা আন্দোলন কবে শুরু হয়? 

উঃ ১৯৪৬ সালের সেপ্টেম্বর মাসে। 


2. মেগাস্থিনিসের ‘ইণ্ডিকা’ কোন ভাষায় লেখা? 

উঃ গ্রীক ভাষায়। 


3.. মুঘল যুগে ইস্ট ইণ্ডিয়া কোম্পানীর প্রতিনিধি হিসাবে কে ভারতে আসেন? 

উঃ উইলিয়াম হকিন্স। 


4. পর্তুগীজ নাবিক ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন? 

উঃ ১৪৯৮ খ্রীষ্টাব্দের ২৭শে মে। 


5. কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়? 

উঃ সমুদ্রগুপ্তকে। 


6. হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে? 

উঃ বাণভট্ট। 


7. বাংলায় ‘স্বাধীন নবাবী’ কে প্রতিষ্ঠা করেন?

উঃ মুর্শিদকুলি খাঁ। 


8. ওয়াটালুর যুদ্ধ কত খ্রীষ্টাব্দে হয়েছিল? 

উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দের ১৮ই জুন। 


9. তাজমহল কে প্রতিষ্ঠা করেন? 

উঃ শাহজাহান। 


10. শিবাজীর ছেলের নাম কী? 

উঃ শম্ভুজী। 


11. গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? 

উঃ লালা হরদয়াল। 


12.. ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়? 

উঃ ১৮৭৬ খ্রীষ্টাব্দে। 


13. গ্রাণ্ড ট্রাঙ্ক রোড কে প্রতিষ্ঠা করেন? 

উঃ শেরশাহ। 


14. ভাস্কো ডা গামা প্রথমে কোন বন্দরে আসেন? 

উঃ কালিকট বন্দরে। 


15. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন? 

উঃ রামমোহন রায়। 


16. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? 

উঃ লর্ড ক্যানিং। 


17. অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? 

উঃ প্রমথনাথ মিত্র। 


18. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে অনুষ্ঠিত হয়? 

উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দের ১৩ই এপ্রিল। 


19. ‘মেইন ক্যাম্ফ’ গ্রন্থের রচয়িতা কে? 

উঃ হিটলার। 


20. মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন? 

উঃ ১৮৬৯ খ্রীষ্টাব্দে। 


21. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? 

উঃ লর্ড কর্ণওয়ালিশ (১৭৯৩ খ্রীষ্টাব্দে)। 


22. কত খ্রীষ্টাব্দে আকবর জন্মগ্রহণ করেন? 

উঃ ১৫৭৫ খ্রীষ্টাব্দে। 


23. সিন্ধুসভ্যতার বর্তমান নাম কী? 

উঃ হরপ্পা সভ্যতা। 


24. খানুয়ার যুদ্ধ কত খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত হয়? 

উঃ ১৫২৭ খ্রীষ্টাব্দে। 


25. দিল্লীর দাস বংশের অবসান কে করেন? 

উঃ জালালউদ্দিন খলজী। 


26. বাংলায় পাইক বিদ্রোহের নেতা কে ছিলেন? 

উঃ দূর্জন সিং। 


27. কে পাট্টা ও কবুলিয়ৎ প্রচলন করেন? 

উঃ শেরশাহ। 


28. মুসি নদীর তীরে কোন শহর অবস্থিত? 

উঃ হায়দ্রাবাদ। 


29. কোথায় বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়? 

উঃ হাম্পিতে। 


30. মাদুরাই কাদের রাজধানী ছিল? 

উঃ পাণ্ড্যদের। 


31. পলাশীর যুদ্ধ কত খ্রীষ্টাব্দে ঘটেছিল? 

উঃ ১৭৫৭ খ্রীষ্টাব্দে। 


32. মৌর্য সম্রাট বৃহদ্রথকে কে হত্যা করেন? 

উঃ পুষ্যমিত্র শুঙ্গ। 


33. আকালত্‌খত কোন শিখ গুরু স্থাপন করেন? 

উঃ গুরু গোবিন্দ সিং। 


34. কলকাতার নাম আলিনগর কে রেখেছিলেন? 

উঃ সিরাজ-উদ-দৌলা। 


35. নাদিরশাহ কবে ভারত আক্রমণ করেন? 

উঃ ১৭৩৯ খ্রীষ্টাব্দে। 


36. বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? 

উঃ মীরকাশিম। 


37. ওয়াহাবী আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 

উঃ সৈয়দ আহমেদ। 


38. কত সালে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮০০ খ্রীষ্টাব্দে। 


39. কাউন্সিল অব এডুকেশন কবে প্রতিষ্ঠিত হয়? 

উঃ ১৮৮২ খ্রীষ্টাব্দে। 


40. পঞ্চতন্ত্র কে লিখেছিলেন? 

উঃ বিষ্ণুশর্মা। 


41. ভারতবর্ষের শেষ বিদেশী গভর্নর জেনারেল কে ছিলেন? 

উঃ লর্ড মাউন্টব্যাটেন। 


42. জৈন ধর্মের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? 

উঃ মহাবীরকে। 


43. মৌর্য সাম্রাজের রাজধানী কী ছিল? 

উঃ পাটলিপুত্র। 


44. ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? 

উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 


45. দিল্লীর প্রথম দাস সুলতান কে ছিলেন? 

উঃ কুতুবউদ্দিন আইবক। 


46. মহম্মদ বিন তুঘলক কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেন? 

উঃ দেবগিরিতে। 


47. পাণিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 

উঃ ১৫২৬ খ্রীষ্টাব্দে। 


48.. হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত? 

উঃ দিল্লীতে। 


49. কংগ্রসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গৃহীত হয়? 

উঃ লাহোর অধিবেশনে। 


50. গান্ধীজী দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করেন কত সালে?

উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দে।


৫১. আকবর কত সালে মনসাবদারী প্রথা চালু করেন ?
উ ১৫৭৯

৫২. দহসালা  কী ?
উ  খাজনা সংক্রান্ত  ব্যবস্থা

৫৩. আকবর রাজস্ব সংস্কার জন্য প্রথম দায়িত্ব কাকে দিয়েছিলেন ?
উ  খাজা আব্দুল মাজিদ খান

৫৪. মনসাব শব্দের অর্থ কী ?
উ  পদদমর্যাদা

৫৫. মনসব এর ধারণা কোথা  থেকে আকবর পেয়েছিলেন ?
উ পারস্য

৫৬.  দিন-ই-ইলাহী কে চালু করেন ?
উ আকবর

৫৭. দিন-ই-ইলাহী কবে চালু করা হয় ?
উ  ১৫৮২ সালে

৫৮. সুল -ই -কুল কে চালু করেন ?
উ  আকবর

৫৯. সুল -ই -কুল কথার অর্থ কী ছিল ?
উ  সকলের জন্য শান্তি

৬০. নওয়ারা কাদের বলা হতো ?
উ আকবরের নৌবিভাগকে

৬১. জারখা দর্শন কে শুরু করেছিলেন ?
উ  আকবর

৬২. আকবরের সময় কোন ইউরোপীয়  এসেছিলেন ?
উ রালফ ফিচ

৬৩. আকবরের সময় জমিকে কত ভাগে করা হতো ও কী কী ?
উ  চার ভাগে।  সেগুলি হলো - পোলাজ ,পারতি ,চাচার ও বাঞ্জার

৬৪. আকবর পাঁচমহল কোথায় নির্মাণ করেছিলেন ?
উ  ফতেপুর সিক্রিতে

৬৫. আকবরের কোন সময়ের অবস্থাকে জটিল বলে মনে হয় ?
উ ১৫৮১ সাল

৬৬. আকবর দিন-ই-ইলাহী প্রথা কে গ্রহণ করেছিলেন ?
উ  বীরবল

৬৭. আকবর তার সাম্রাজ্যকে কতগুলি সুবাতে ভাগ করেছিলেন ?
উ  ১৫টি

৬৮. মহাজার প্রথার খসড়া কে তৈরী করেন ?
উ শেখ মুবারক

৬৯. "Both Agra and Fatepur Sikri are bigger than London" কে এই উক্তিটি করেন ?
উ  রালফ ফিচ

৭০. আকবর কোন কর তুলে নিয়েছিলেন ?
উ জিজিয়া

৭১. আকবর জিজিয়া  কর কবে তুলে নিয়েছিলেন ?
উ ১৫৬৪ সালে

৭২. নবরত্ন কার সভায় ছিল ?
উ  আকবরের সভায়

৭৩.আকবরের সভায় সংগীতজ্ঞ কে ছিলেন ?
উ  তানসেন

৭৪.আকবরের দ্বিতীয় রাজধানী কোনটি ছিল?
উ ফতেপুর সিক্রি

৭৫. মুঘল জাগির বলতে কি বোঝো ?
উ জাগিরদারি ব্যবস্থা হল 'জাগির' নামক একটি নির্দিষ্ট এলাকা থেকে রাজস্ব সংগ্রহের সরকারী অধিকার প্রদানের ব্যবস্থা।

৭৬. মুঘল শাসনামলে  জেলায় পুলিশের দায়িত্ব ন্যস্ত ছিল কোন কর্মকর্তাদের কাছে?
উ ফৌজদার

৭৭. মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ?
উ আকবর

৭৮. বাবর বিখ্যাত স্থপতি সিনান-এর ছাত্রদের ডেকে পাঠান?
উ কনস্টান্টিনোপল

৭৯.আকবরের দরবারে কার দ্বারা রামায়ণ ফার্সি ভাষায় অনুবাদ করা হয়?
উ আব্দুল কাদির বাদায়ুনী

৮০. আকবর স্বর্ণমন্দির তৈরী করার জন্য কাকে জমি দিয়েছিলেন ?
উ রামদাসকে

৮১. গুজরাট জয়কে স্মরণীয় করতে আকবর কি নির্মাণ করেছিলেন ?
উ বুলান্দ দরওয়াজা

৮২. আকবর শেষ কোন দুর্গ জয় করেছিলেন ?
উ আসিরগড় ফোর্ট (১৬০১)

৮৩. হলদিঘাটির যুদ্ধ কবে হয়েছিল ?
উ ১৮ জুন ১৫৭৬ সালে

৮৪.   হলদিঘাটির যুদ্ধ কে পরাজিত হয় ?
উ  রানা প্রতাপ

৮৫.  হলদিঘাটির যুদ্ধ  মুঘল সেনা বাহিনীর হয়ে কে যুদ্ধ করেন ?
উ  মান সিং

৮৬.আকবর কত সালে মারা যায় ?
উ  ১৬০৫ সালে

৮৭. আকবরের সমাধি কোথায় আছে ?
উ  সিকান্দ্রা (আগ্রা)

৮৮. আগ্রা ফোর্ট কার আমলে তৈরী হয় ?
উ  আকবর

৮৯.মুস্তাখুব-উল-তারিখের রচয়িতা কে ?
উ বদায়ুনী

৯০.জাহাঙ্গীর এর প্রকৃত নাম কি ছিল ?
উ সেলিম

91. আকবরের রাজসভার একজন কবির নাম👉 ফৈজি


92. আকবরের সাম্রাজ্য বিভক্ত ছিল 👉১৫ টি ––সুবায়



93. আকবরের সাম্রাজ্য বিস্তারের সর্বশেষ পদক্ষেপটি কী? 👉আসসীরগড় দুর্গ জয়


94. আকবরের সভার শ্রেষ্ঠকবি কে ছিলেন ? 👉 ঘিজলী


95. আঘার অন্ধপদী' বলে কে অভিহিত হয়েছিলেন? 👉সুরদাস


96. আগ্রায় ইতিমাদ উল্লার সমাধি কে নির্মাণ করেন ? 👉জাহাঙ্গীর


97. আঙ্কোরভাট মন্দির কে নির্মাণ করেন ?👉 সূর্যবর্মন


98. আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে অর্পণ করেছিলেন ? 👉রাসবিহারী বসু


99. আটালা মসজিদ' কোথায় অবস্থিত ? 👉জৌনপুরে


100. আত্মারাম পান্ডুরং কবে ‘প্রার্থনা সমাজ’ –এর প্রতিষ্ঠা করেন ? 👉১৮৬৭ সালে 


101. আত্মীয় সভা' এবং 'ব্রাহ্মসভা' কে প্রতিষ্ঠাতা করেন ? 👉রামমোহন রায়


102. আদি গ্রন্থ' বা 'গ্ৰন্থসাহেব' কে রচনা করেন? 👉গুরু অর্জুন


103. আদি ব্রাহ্ম সমাজ' কে স্থাপন করেন ? 👉দেবেন্দ্রনাথ ঠাকুর


104. আধুনিক পাঞ্জাবের রাভি নদীর পূর্ব নাম কী ছিল ? 👉পারুকী


105. আধুনিক ভিয়েতনামের পূর্বনাম কী ছিল ?👉 ইন্দোচীন 


106, আমি এক জন সমাজতন্ত্রবিদ” – এ কথা কংগ্রেসের কোন সভাপতি বলেছিলেন? 👉জওহরলাল নেহেরু


107. আমিনি কমিশন কোন ক্ষেত্রে নিযুক্ত করা হয়? 👉ভূমিরাজস্ব ক্ষেত্রে


108. আমিনি কমিশন কত সালে গঠিত হয়েছিল ? 👉1876 সালে


109. আমেদাবাদে সবরমতী আশ্রম কত সালে তৈরী হয় ? 👉১৯১৭ সালে


110. আর্য মহিলা সমাজের প্রতিষ্ঠাতা কে? 👉পণ্ডিতা রমাবাঈ


111. আর্য সমাজ আন্দোলন' কে শুরু করেন ? 👉স্বামী দয়ানন্দ সরস্বতী


112. আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ? 👉বেদ


113. আর্যরা কোন দেবতার পূজা করত ? 👉প্রাকৃতিক শক্তি 


114. আরবী সম্বত’ কে প্রচলন করেন ? 👉ঔরঙ্গজেব


115. আল হিলাল' পত্রিকার সম্পাদক কে ছিলেন ? 👉মৌলানা আজাদ


116 আলাউদ্দিন খলজী কাকে হত্যা করে দিল্লীর সিংহাসনে বসেন ? 👉জালালউদ্দিন ফিরোজ খলজী


117. আলাউদ্দিন খলজীর মৃত্যুর পর কে দিল্লীর সিংহাসনে বসেন? 👉গিয়াসউদ্দিন তুঘলক


118 আলিগড় আন্দোলনের প্রবর্তক কে ? 👉সৈয়দ আহম্মদ খাঁ 


119. আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেন ? 👉সৈয়দ আহমেদ খান


120. আলিগড় মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ? 👉থিওডোর বেক








ভালো লাগলে বন্ধুদের সঙ্গে share করুন

☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎ 

Post a Comment

Previous Post Next Post