মডেল অ্যাক্টিভিটি টাস্ক জীবনবিজ্ঞান
দশম শ্রেণি
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :
১.১ পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো—
(4) মিষ্টি আলু
(খ) কচুরিপানা
(ঘ) পাথরকুচি
১.২ সংকরায়ণ পরীক্ষার জন্য মেন্ডেলের মটরগাছ বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির করো –
(ক) মটর গাছের বংশবিস্তারে অনেক সময় লাগে
(খ) মটর গাছে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপস্থিতি খুবই কম
(গ) মটর ফুল স্বপরাগী হওয়ার বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম।
(ঘ) মটর গাছের ফুলগুলিতে কৃত্রিমভাবে ইতর পরাগযোগ ঘটানো সম্ভব নয়
১.৩ নীনের যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো –
(ক) অতিরিক্ত বাষ্পমোচন রোধ করার জন্য ফণিমনসার পাতা কাঁটায় রুপান্তরিত হয়েছে (খ) রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে
(গ) পায়রার ফুসফুসের সালো প্রধানত নয়টি বায়ুথলি থাকে যা পায়রাকে উড়তে সাহায্য করে
(ঘ) উটের RBC ডিম্বাকৃতি হওয়ায় অতি ঘন রজের মধ্য দিয়ে এটি সহজেই প্রবাহিত হতে পারে।
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দা
২.১ মানব বিকাশের বয়ঃসন্ধি দশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো।
২.২ বিসদৃশ শব্দটি বেছে লেখো : মটরের সবুজ রঙের বীজ, মটরের সবুজ রঙের ফল, গিনিপিগের সাদা রঙের লোম, গিনিপিগের মসৃণ লোম ২.৩ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোেড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুকে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত
শব্দ বসাও:
ব্যবহার ও অব্যবহারের সূত্র ল্যামার্ক প্রাকৃতিক নির্বাচন:
৩. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৩.১. স্বপরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো।
উত্তর
৩.২ "এবসংকর জননে F, জনুর ফিনোটাইপিক অনুপাত সবসময় 31 নাও হতে পারে”– উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো
8. নীচের প্রশ্নটির উত্তর দাও
৪.১ ডারউইনের মতবাদ অনুসারে 'যোগ্যতমের উদ্বর্তন' কীভাবে ঘটে ব্যাখ্যা করো। “শিম্পাঞ্ছিরা বিভিন্নভাবে তাদের
সমস্যার সমাধান করে – বক্তব্যটির যথার্থতা উদাহরণের সাহায্যে বিশ্লেষণ করো।
উত্তর 👇👇👇👇👇👇👇






Post a Comment