A MEMORABLE DAY IN MY LIFE
Points: Introduction incident-importance in your life-effect-conclusion
Our memory preserves different incidents, especially those which strike us in some way but ultimately teach us some lessons. In my childhood days, I used to tell lies now and then to suppress some of my misdeeds. I never faced any serious consequence due to those lies for a long time. So, I became quite accustomed of telling lies casually. But one day that very habit brought about real disaster for me. One of my lies brought tears in my father's eyes. He had to face humiliation from our relatives because of my lies. I thought a lot, suffered a lot, and ultimately came out of that situation with a great lesson for the future–not to tell lies for mere fun or even casually. Probably, I shall never be able to forget that day in my life.
বঙ্গানুবাদ
আমার জীবনের একটি স্মরণীয় দিন
আমাদের স্মৃতি ধরে রাখে অনেক ঘটনা, বিশেষত সেই ঘটনাগুলি যা আমাদের কোনোভাবে নাড়া দেয় কিন্তু শেষ পর্যন্ত আমাদের কিছু শেখায়। আমার ছোটোবেলায়, নিজের কোনো কোনো ছোটোখাটো অপকর্ম ঢাকা দেওয়ার জন্য আমি মাঝেমধ্যেই মিথ্যা কথা বলতাম। দীর্ঘদিন আমি ওইরকম মিথ্যেগুলির জন্য কোনও গুরুতর পরিস্থিতির সম্মুখীন হইনি। তাই খুব স্বাভাবিকভাবেই আমি হালকা চালে মিথ্যে কথা বলতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু একদিন ওই অভ্যাস আমার জন্য সত্যিই বিপর্যয় ডেকে এনেছিল। আমার একটি মিথ্যে কথা আমার বাবার চোখে জল এনে দিয়েছিল। আমার মিথ্যে কথার জন্য বাবাকে আমাদের আত্মীয়দের কাছে অপদস্থ হতে হয়েছিল। আমি অনেক ভেবেছিলাম, অনেক কষ্ট পেয়েছিলাম এবং অবশেষে সেই অবস্থা থেকে আমি বেরিয়েও এসেছিলাম, ভবিষ্যতের জন্য এক দারুণ শিক্ষা নিয়ে—শুধু মজা করার জন্য এমনকী হালকাচালেও মিথ্যা কথা বলতে নেই। সম্ভবত সারা জীবনে ওই দিনটির কথা কখনও ভুলতে পারবো না।
꧁꧂꧁꧂꧁꧂꧁꧂꧁꧂꧁꧂꧁꧂꧁꧂꧁꧂꧁꧂꧁꧂꧁꧂꧁꧂꧁꧂
ꕥꕥꕥꕥꕥꕥꕥꕥꕥꕥꕥꕥꕥꕥꕥꕥꕥꕥꕥꕥꕥꕥꕥꕥꕥꕥ
☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎☟︎︎︎
Post a Comment