Model Activity Task, January 2022

স্বাস্থ্য ও শারীরশিক্ষা (Health and Physical Education)

তৃতীয় শ্রেণি (Class – III)

পূর্ণমান – ১৫


সু-অভ্যা

Class 3 Health and Physical Education Model Activity Task Part 9 Solution

১। শব্দ ঝুড়ি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করাে : ১ x ১৫ =১৫

(ক) সুস্থ সবল রাখব দেহ এসাে সবাই শপথ নিই,
স্বাস্থ্যবিধান চলব মেনে সকলকে তার খবর দিই।

(খ) নাচ খেলব হাসব সবাই, আয় ছুটে বােন, আয় ছুটে ভাই,
দেশটাকে চাই ভালােবাসতে সকলকে তাই কাছে চাই।

(গ) সু-অভ্যাস বাল্যকালের ভিতটা শক্তপােক্ত গড়ে,
প্রতিকূল থাক সারাজীবন দিব্যি সে তাে লড়াই করে।

(ঘ) দাঁতটা মাজ খুব জরুরি সেটার খেয়াল রেখাে,
কোনটা ভালাে কোনটা মন্দ নিজের থেকেই শেখাে।

(ঙ) সুস্থ-সবল চাও কি তুমি রাখতে দেহ মন?
প্রতিদিনই করতে তােমায় হবে যােগাসন

(চ) পুষ্ট রাখে দেহখানা সতেজ রাখে মন,
শলভাসন ও ভুজঙ্গাসন আর যে শবাসন।

(ছ) পড়ালেখা জগৎটাকে আনবে তােমার কাছে,
স্কুলেতে প্রতিদিনই শেখার কত আছে।

(জ) তােমার মাথার ওপর জেনাে আছেন গুরুজন,
চলবে তাঁদের কথামতাে, ভাববে সারাক্ষণ।

(ঝ) রাস্তাঘাটে সজাগ হয়ে চলবে দু-চোখ মেলে,
নিয়ম করে যেতে পারো হেঁটে বাসাইকেলে।

(ঞ) নিজের যা কাজ করতে শেখা মােটেই কঠিন নয়,
করতে করতে জানতে জানতে অনেক শেখাই হয়।

(ট) জুতাে সাফাই, জামাকাপড় রাখবে যে ঠিক করে,
টেবিলটাতে গুছিয়ে রাখাে নিজেরই বই পড়ে।

(ঠ) লাউ কুমড়াে বাঁধাকপি জোগায় ভিটামিন,
মাছ মাংস স্বাস্থ্য গড়ার বড়াে যে প্রােটিন।

(ড) খেতে পারাে বাতাবিও, পেয়ারা বা আতা,
তাই বলে বাকি ফল নয় বাজে, যা-তা।

(ঢ) খাওয়ার আগে খাওয়ার পরে ধােবে যে মুখ হাত,
রাতে শােবার আগে, ভােরে মাজবে তােমার দাঁত।

(ণ) থুথু অতি ননাংরা জিনিস সবাই সেটা বলে,
একটু ভাবাে যেথায় সেথায় থুতু ফেলা চলে?

শব্দঝুড়ি : স্বাস্থ্যবিধান, হাসব, বােন, সু-অভ্যাস, জরুরি, যােগাসন, ভুজঙ্গাসন, শেখার, গুরুজন, হেঁটে, কঠিন, সাফাই, ভিটামিন, পেয়ারা, আগে, থুথু, ভালােবাসতে।












Post a Comment

Previous Post Next Post