Chandrayan-II Paragraph writing For Class 9 , 10
Chandrayan-Il
[Points: Introduction - Chandrayan-II sent on 22 July 2019 - it consists of Lander, Launcher, Rover and Orbitator-link disrupted-other parts are doing well.]
Mission to Moon by India met with a spectacular success recently. The ISRO made our dream come true for the 2nd time. Chandrayan-2 was sent into space. This moon craft has a complex machinery. It has a lander, rover, a launcher and an orbiter. The 22nd July, 2019 was a red-letter day in the science calendar of India. The craft was sent. It would land on the south pole of the Moon. The pole is still in mystery. Scientists hope that the craft would explore it, collect data and transmit to the world down. Unfortunately, the lander was not able to hit the target. The link betwen the lander and our earth was disrupted. But other parts are doing remarkably well. All the developed nations wished our success. They are eager to learn the new findings. Herein lies our success.
চন্দ্ৰযান – ২
ভারতের চন্দ্র অভিযান সম্প্রতি এক চোখধাঁধানো সাফল্যের মুখ দেখেছে। ইসরো আমাদের স্বপ্নকে সফল করেছে দ্বিতীয়বারের মতো। চন্দ্রযান-২ কে মহাশূন্যে পাঠানো হল। এই চন্দ্রযান-এর যন্ত্রগুলো খুব জটিল। এর আছে ল্যান্ডার, রোভার, লনচার ও অরবিটার। ২০১৯-এর ২২রা জুলাই ভারতের বিজ্ঞান কালেন্ডারে এক স্মরণীয় দিন ছিল। পাঠানো হল যানকে। এটা চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। মেরুটি এখনও রহস্যময়। বিজ্ঞানীদের আশা যে এই যান এটাকে আবিষ্কার করবে, তথ্য সংগ্রহ করবে ও নিচে পৃথিবীতে পাঠাবে। দুর্ভাগ্যবশতঃ ল্যান্ডার তার লক্ষে আঘাত করতে পারেনি। তার সাথে পৃথিবীর সংযোগ ছিন্ন হয়েছে। তবে অন্যান্য অংশগুলো এখনও কাজ করছে। সব উন্নত দেশ আমাদের সাফল্য কামনা করেছে। তারা নতুন তথ্য জানতে আগ্রহী। এখানেই আমাদের সাফল্য।
Post a Comment