উত্তর- সংজ্ঞা : যেসব ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ভূত্বকের পরিবর্তন ও বিবর্তন হয়ে চলেছে, তাদের একসঙ্গে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া (Geomorphic Process) বলে।
প্রক্রিয়াসমূহ : (i) অন্তর্জাত প্রক্রিয়া (Endogenetic Process) এবং (ii) বহির্জাত প্রক্রিয়া (Exogenetic Process)-এর মাধ্যমে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কার্যকর হয়।
প্রশ্ন। 2 ) অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে?
উত্তর সংজ্ঞা : ভূ-অভ্যন্তরে উদ্ভূত বলের প্রভাবে স্থানীয় বা আঞ্চলিকভাবে কঠিন ভূত্বকের যে ধীর ও আকস্মিক পরিবর্তন ঘটে, তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলা হয়।
প্রক্রিয়া : ভূগাঠনিক বিপর্যয়, মহিভাবক আলোড়ন, গিরিজনি আলোড়নের মাধ্যমে অন্তর্জাত প্রক্রিয়া কার্যকর হয়।
প্রভাব : অন্তর্জাত প্রক্রিয়ার মাধ্যমেই ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত ইত্যাদি গঠিত হয়েছে।
কারণ : অ্যাসথেনোস্ফিয়ার সৃষ্ট পরিচলন স্রোত অন্তর্জাত প্রক্রিয়ার মূল কারণ।
প্রশ্ন 3 ) বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? (মাধ্যমিক 2017)
উত্তর সংজ্ঞা : ভূপৃষ্ঠের বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে ভূত্বকের বহিরঙ্গের পরিবর্তন ও বিবর্তন হল বহির্জাত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এই প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে কাজ করে।
পদ্ধতি : অবরোহণ, আরোহণ ও পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে বহির্জাত প্রক্রিয়া কার্যকর হয়।
শক্তিসমূহ : নদী, হিমবাহ, বায়ু, সমুদ্রতরঙ্গ, সুনামি ইত্যাদি হল বহির্জাত প্রক্রিয়ার শক্তিসমূহ
Post a Comment