2022 মডেল অ্যাকটিভিটি টাস্ক
Model Activity Task 2022
তৃতীয় শ্রেণী
বাংলা
আজ তোমাদের সঙ্গে তৃতীয় শ্রেণীর যে মডেল অ্যাকটিভিটি টাস্ক দিয়েছে 2022 সালের জানুয়ারি মাসের তার সমাধান নিয়ে আলোচনা করবো প্রশ্নগুলি পূর্ণমান রয়েছে তোমরা বাড়িতে খাতায় করে স্কুলে জমা দেবে
প্রশ্নগুলি দেখে নাও তার নিচে উত্তর আছে
তৃতীয় শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 জানুয়ারি
Class 3 Bengali Model Activity Task 2022 January
তৃতীয় শ্রেণি
বাংলা
পূর্ণমান : ১৫
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১. ১ সত্যি সোনা গল্পে বুড়ো চাষী তার ছেলেকে ডেকে বলেছিলেন -
(ক) গুপ্তধনের কথা
(খ) মাটির নীচে পুঁতে রাখা সোনার কথা
(গ) টাকা পয়সার কথা
(ঘ) অসুস্থতার কথা
১. ২ চাবির ছেলেটি ছিল -
(ক)অত্যন্ত কৃপণ
(খ) অত্যন্ত কর্মঠ
(গ)অত্যন্ত সরল
(ঘ) অত্যন্ত হিংসুটে
১.৩ 'তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা।' একথা বলেছিল-
(ক) বুড়ো চাষি
(খ) চাষীর ছেলে
(গ) বুড়ো চাষির ছেলের বউ
(ঘ) বুড়ো চাষীর ছেলের বন্ধু
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
২.১ 'অথচ টাকা পয়সার লোভ তার ষোলোআনা'। ' - 'ষোলোআনা শব্দের অর্থ কী?
উত্তর -
২.২ ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। -ছেলের মনে কীসের লোভ।
উত্তর -
২.৩ এই তার স্বামীর প্রথম রোজাগার - স্বামী কীভাবে রোজগার করেছিল?
উত্তর -
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:
৩.১ "সেটা বলব বলেই তো ডেকেছি তোমায় - বক্তা কে ? তিনি কোন কথা বলবেন?
উত্তর -
৩.২ বউয়ের পরামর্শ শুনে বুড়ো চাষির ছেলে কী করেছিল?
উত্তর -
৩.৩ "মিছিমিছি আমায় খাটিয়ে মারলে।" -কেন কথকের এমনটি মনে হয়েছে?
উত্তর -
৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো :
“সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে।" - মাঠ কীভাবে সত্যি সোনায় ভরে উঠেছিল, তা সত্যি সোনা' গল্প অনুসরণে আলোচনা করো।
তৃতীয় শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 জানুয়ারি
Class 3 Bengali Model Activity Task 2022 January
তৃতীয় শ্রেণি
বাংলা
পূর্ণমান : ১৫
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১. ১ সত্যি সোনা গল্পে বুড়ো চাষী তার ছেলেকে ডেকে বলেছিলেন -
(ক) গুপ্তধনের কথা
(খ) মাটির নীচে পুঁতে রাখা সোনার কথা
(গ) টাকা পয়সার কথা
(ঘ) অসুস্থতার কথা
১. ২ চাষীর ছেলেটি ছিল -
(ক)অত্যন্ত কৃপণ
(খ) অত্যন্ত কর্মঠ
(গ)অত্যন্ত অলস
(ঘ) অত্যন্ত হিংসুটে
১.৩ 'তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা।' একথা বলেছিল-
(ক) বুড়ো চাষি
(খ) চাষীর ছেলে
(গ) বুড়ো চাষির ছেলের বউ
(ঘ) বুড়ো চাষীর ছেলের বন্ধু
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
২.১ 'অথচ টাকা পয়সার লোভ তার ষোলোআনা'। ' - 'ষোলোআনা শব্দের অর্থ কী?
উত্তর - 'ষোলোআনা' শব্দের অর্থ সম্পূর্ণ বা পুরোপুরি ।
২.২ ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। -ছেলের মনে কীসের লোভ।
উত্তর - ছেলের মনে সোনার লোভ ছিল।
২.৩ এই তার স্বামীর প্রথম রোজাগার - স্বামী কীভাবে রোজগার করেছিল?
উত্তর - সত্যি সোনা গল্পে চাষীর ছেলে জমির ফসল কাটার পর তা হাটে বিক্রি করে এক থলি টাকা পেল । এটাই তার প্রথম রোজগার ছিল।
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:
৩.১ "সেটা বলব বলেই তো ডেকেছি তোমায় - বক্তা কে ? তিনি কোন কথা বলবেন?
উত্তর - এখানে বক্তা হলো বৃদ্ধ চাষী ।
তিনি তার অলস ছেলেকে বলেছিলেন " শোনো এই যে আমাদের চাষের জমি দেখছো এর নিচেই পোঁতা আছে লুকোনো সোনা আমি চোখ বুজলে তুমি তা খুঁজে বার করে নিও"
৩.২ বউয়ের পরামর্শ শুনে বুড়ো চাষির ছেলে কী করেছিল?
উত্তর - বউয়ের পরামর্শ শুনে বুড়ো চাষীর ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয় ।
৩.৩ "মিছিমিছি আমায় খাটিয়ে মারলে।" -কেন কথকের এমনটি মনে হয়েছে?
উত্তর - চাষির ছেলে যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচ বিঘা জমি খোঁড়াখুঁড়ি করেও কোথাও এতটুকু সোনা পেল না তখন রাগে বিরক্তিতে অস্থির হয়ে কথাটি বলেছিল।
৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো :
“সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে।" - মাঠ কীভাবে সত্যি সোনায় ভরে উঠেছিল, তা সত্যি সোনা' গল্প অনুসরণে আলোচনা করো।
উত্তর - এক চাষির ছেলে খুব অলস ছিল কিন্ত তার সোনার লোভ ছিল খুব। একদিন চাষী মৃত্যুশয্যায় শুয়ে তার ছেলেকে বললে আমার জমির নিচে অনেক সোনা পোঁতা আছে, আমার মৃত্যুর পর তা খুঁড়ে নিয়ে নিও । সেই লোভে ছেলে তার বাবার মৃত্যুর পর মজুর লাগিয়ে জমি খুঁড়তে লাগে কিন্তু কোথাও সোনা পাওয়া গেলো না । তখন চাষীর ছেলের বউ পরামর্শ দিল যে জমি যখন খোঁড়া হয়ে গেছে তখন ভালো ধানের বীজ পুঁতে দাও । বউয়ের কথা মতো সে তাই করলো । বছর শেষে জমিতে সোনার ফসল ফলল । চাষীর ছেলে তা বিক্রি করে এক থলি টাকা পেল যা সোনার দামের চেয়ে কম নয়। এই ভাবে মাঠ সত্যি সোনায় ভরে উঠেছিল।
Post a Comment