ছড়ায় ছড়ায় বিভিন্ন দেশের জাতীয় খেলা
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন দেশের জাতীয় খেলা নিয়ে অনেক প্রশ্ন আসে, আর এই গুলি আমাদের অনেক সময় ঘুলিয়ে যায় । তাই আজ একটি কবিতার মাধ্যমে তোমাদের কাছে বিভিন্ন দেশের জাতীয় খেলা কি ভাবে মনে রাখা যায় তার একটা ছড়ার মাধ্যমে তোমাদের কাছে দেখবো 👇👇👇
এই কবিতা টি মনে রাখলেই হবে 👇👇👇👇
জাপান জুজে অষ্ট ক্রিকেট রাগে স্কটল্যান্ড।
আম বেশ কাটতে ভাল কিকাটে ইংল্যান্ড।
খেলে কানা এসে হকি
ইস্ পেনে ষাড়ের ঝুকি।
বিশ্লেষণ
☯︎ জাপান জুজে - ☞︎︎︎জাপান ➪জুজুৎযু ।
☯︎ অষ্ট ক্রিকেট ☞︎︎︎অস্ট্রেলিয়া ➪ ক্রিকেট।
☯︎ রাগে স্কটল্যান্ড ☞︎︎︎ স্কটল্যান্ড ➪ রাগবি। -
☯︎ আম বেশ ☞︎︎︎ আমেরিকা ➪বেসবল
☯︎ কাটতে ভাল☞︎︎︎ কবাডি ➪ভারত।
☯︎ কিকাটে ইংল্যান্ড ☞︎︎︎ক্রিকেট ➪ইংল্যান্ড
☯︎ খেলে কানা এসে হকি- ☞︎︎︎কানাডা ➪আইস হকি।
☯︎ ইষ পেনে ষাড়ের ঝুকি ☞︎︎︎ স্পেনে ➪ষাড়ের লড়াই।
ভালো লাগল বন্ধুদের share করুন 👇👇👇
Post a Comment