MY FLOWER GARDEN
[Points: Digging and preparing the soil-collecting seeds and saplings from a nearby nursery- sowing them properly -watering-fencing-taking regular care]
[Madhyamik, 2010]
Flowers are the most beautiful things on earth. I have made a small flower garden in front of my house. At first I prepared the flower beds. I dug up the soil, broke the lumps of earth, drew out gravels from the soil and mixed manure with it. After this I laid out separate beds for different kinds of flowers. Then I collected seeds and saplings from a nearby nursery. I sowed them properly in different beds meant for them. These saplings require great care. They must get food and water. So I weed the beds, water the plants and often spread insecticide. For their protection I have put up a bamboo fence around my garden. Soon it will be full of flowers of various colours. Their beauty and smell will fill my heart with heavenly joy.
flower beds – ফুলগাছের জন্য তৈরি ভূমিখণ্ড, lumps of earth- মাটির চাঙর, gravels -নুড়ি পাথর, manure-সার, weed – আগাছা পরিষ্কার করা, insecticide – কীটনাশক, protection-রক্ষণাবেক্ষণ, heavenly—স্বর্গীয়।
অনুবাদ : ফুল পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। আমার বাড়ির সামনে আমি একটা ছোট্ট ফুলের বাগান করেছি। প্রথমে আমি ফুল গাছের জন্য ভূমিস্তর প্রস্তুত করেছি। আমি মাটি কুপিয়েছি, মাটির চাঙরগুলো ভেঙেছি, মাটি থেকে কাকড় বার করেছিও শেষে মাটিতে সার মিশিয়েছি। এরপর বিভিন্ন রকম ফুলের জন্য আমি আলাদা আলাদা ভূমিখণ্ড সাজিয়েছি। তারপর কাছের নার্সারি থেকে বীজ ও চারা গাছ সংগ্রহ করেছি। সেগুলি আমি তাদের জন্য নির্দিষ্ট ভূমিখণ্ডে পুঁতেছি। চারা গাছগুলির বিশেষ যত্ন প্রয়োজন। তাদের জল ও খাবার পেতে হবে। সেইজন্য আমি জমির আগাছা পরিষ্কার করি, গাছে জল দেই ও মাঝে মাঝে কীটনাশক ছড়াই। তাদের রক্ষণাবেক্ষণের জন্য বাগানের চারদিকে বাঁশের বেড়া দিয়েছি। শীঘ্রই বাগানটি বিভিন্ন রঙের ফুলে পূর্ণ হবে। তাদের সৌন্দর্য ও মধুর গন্ধ আমার হৃদয়কে স্বর্গীয় আনন্দে ভরে তুলবে।
Post a Comment