মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2nd Series /Part 5
সপ্তম শ্রেণি
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
১. সঠিক উত্তরটি নির্বাচন করো :
(ক) একজন স্বাভাবিক ওজনের শিক্ষার্থীর দেহভর সূচকটি কত ?
(১) ১৮ কিলোগ্রাম/মিটার2
(২) ১৮.৫ - ২৪.৫ কিলোগ্রাম/মিটার2
(৩) ৩০ এর বেশি কিলোগ্রাম/মিটার2
উত্তর :- (২) ১৮.৫ - ২৪.৫ কিলোগ্রাম/মিটার2
(খ) যদি কোনো শিক্ষার্থীর দেহের ওজন ভার স্বাভাবিক ওজন যা হওয়া উচিত তার কম হয় তাহলে কী সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে ?
(১) নিদ্রাহীনতা ও মধুমেহ
(২) রোগ প্রতিরোধ ক্ষমতার হ্রাস পায়
(৩) মেদাধিক্য
উত্তর :- (২) রোগ প্রতিরোধ ক্ষমতার হ্রাস পায়।
(গ) কোনটি দেহভর সূচকের সূত্র ?
(১) ওজন (কিলোগ্রাম) / উচ্চতা (মিটার)2
(২) ওজন (কিলোগ্রাম) / উচ্চতা (ফুট)2
(৩) ওজন (পাউন্ড) / উচ্চতা (ফুট)2
উত্তর :- (১) ওজন (কিলোগ্রাম) / উচ্চতা (মিটার)2
২. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও :
(ক) বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশ কেমন হওয়া উচিত বলে মনে করো, তার বর্ণনা দাও।
উত্তর :- বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশ নিম্নলিখিত হওয়া উচিত বলে আমি মনে করি।
১. কার্যালয় : শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী কার্যালয়ের আকৃতি হওয়া উচিত। এটি এমন জায়গায় অবস্থিত হবে যেখান থেকে সমস্ত শ্রেণীকক্ষ গুলি লক্ষ করা যাবে। যাতে প্রধান শিক্ষক সহজেই সকলের প্রতি দৃষ্টি রাখতে পারেন।
২. বিশ্রাম কক্ষ : বিদ্যালয়ে টানা ৫ থেকে ৬ ঘন্টা পড়াশুনাতে মনোযোগ রাখা কষ্টকর। তাই এক ঘেয়েমি কাটানোর জন্য আলাদা বিশ্রাম কক্ষের প্রয়োজন।
এছাড়াও,
৩. মিড ডে মিল খাওয়ার স্থান।
৪. বিদ্যালয়ে শান্তিপূর্ণ অবস্থা ও নিরাপত্তা।
৫. টেলিফোন ও ইন্টারনেট সংযোগ।
৬. বিদ্যালয় প্রাঙ্গনে বাগান।
৭. বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী শৌচাগার নির্মাণ করতে হবে।
৮. বিদ্যালয় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ও খেলার মাঠ থাকতে হবে।
(খ) বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশের উপকরণের একটি তালিকা প্রস্তুত করো।
উত্তর :- ১. বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা ।
২. জীবাণু মুক্ত পরিবেশ তৈরি করা ।
৩. পর্যাপ্ত সূর্যালোক।
৪. নির্মল বায়ু।
৫. উপযুক্ত স্যানিটারি ব্যবস্থা।
৬. শব্দ দূষণ নিয়ন্ত্রণ।
৭. জল ও বায়ু দূষণ নিয়ন্ত্রণ।
৮. বিনোদন মূলক কর্মসূচীর ব্যবস্থা।
(গ) কোনো ব্যক্তির ওজন সত্তর কিলোগ্রাম এবং উচ্চতা ১.৬ মিটার হলে ওই ব্যক্তির দেহভর সূচকটি কত ?
উত্তর :-
দেহভর সূচক = ওজন (কিলোগ্রাম) / উচ্চতা (মিটার)2 = কিলোগ্রাম/মিটার2
= ৭০ কিলোগ্রাম / ১.৬ মিটার2
= ৭০ কিলোগ্রাম / ২.৫৬ কিলোগ্রাম/মিটার2
= ২৭.৩৪ কিলোগ্রাম/মিটার2


Post a Comment