🇮🇳 জাতীয় পতাকা নিয়ে কিছু সাধারণ প্রশ্ন 🇮🇳
• প্রঃ জাতীয় পতাকা কাকে বলে?
☞︎︎︎কোন দেশের ও জাতির ঐতিহ্য, মর্যাদা ও গৌরবমণ্ডিত প্রতীককে জাতীয় পতাক বলে।
• প্রঃ ভারতের জাতীয় পতাকার বৈশিষ্ট্য কি?
☞︎︎︎ভারতের জাতীয় পতাকার তিনটি রং। ওপরের দিকে গৈরিক, মাঝে সাদা এবং নীচের দিকে গাঢ় সবুজ। মাঝের সাদা অংশের উপর নীল রঙের অশোক চক্র। নিয়মানুযায়ী পতাকার দৈর্ঘ্য ৩ মিটার এবং প্রস্থ ২ মিটার। এই পতাকার প্রতিটি রংই এক একটা আদর্শের প্রতীক। যেমন— গৈরিক রং-শৌর্য, সেবা ও ত্যাগের প্রতীক। সবুজ রং কর্মশক্তি, নির্ভীকতা ও জীবনধর্মের প্রতীক। সাদা রং – শাস্তি ও পবিত্রতার প্রতীক। অশোক চক্র – উন্নতি ও প্রগতির প্রতীক।
• প্রঃ জাতীয় পতাকা কবে এবং কোথায় প্রথম উত্তোলিত হয়েছিল? সেই পতাকার রূপরেখা কেমন ছিল? কি করে বর্তমান রূপ পেল?
☞︎︎︎কলকাতার পার্শীবাগানে ১৯০৬ সালের ৭ই আগষ্ট প্রথম জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল। সেই সময় ঐ জাতীয় পতাকা ছিল লালু, হলুদ ও সবুজ রঙের তিনটি সমান অনুভূমিক ক্ষেত্র। উপরের লাল অংশে পরপর আটটি সাদা পদ্ম আঁকা ছিল। হলুদ অংশে দেবনাগরী অক্ষরে লেখা ছিল বন্দেমাতরম। সবুজ অংশের বাম কোনে ছিল সাদা রঙের সূর্য এবং দক্ষিণ কোণে অর্ধচন্দ্র একটি তারকা। ১৯৩১ সালে এই পতাকা আবার পরিবর্তন করা হয়। বর্তমান জাতীয় পতাকার মতই তাতে গৈরিক, সবুজ এবং সাদা রং ছিল। আর মাঝের সাদা অংশে চরকা। আর ওটাই ছিল কংগ্রেসের জাতীয় পতাকা। স্বাধীনতা লাভের কয়েকদিন আগে ঐ পতাকার মধ্যে চরকার পরিবর্তে সম্রাট অশোকের ধর্মচক্র বসানো হয়।
• প্রঃ কোন সময় জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়?
☞︎︎︎রাষ্ট্রপতির মৃত্যুতে, বিশেষ ব্যক্তির মৃত্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
• প্রঃ আমাদের রাষ্ট্রীয় প্রতীক কি ?
☞︎︎︎অশোকচক্র সহ সিংহ মূর্তি।
• প্রঃ জাতীয় পতাকা ও ষ্ট্রীয় প্রতীক ব্যবহারের প্রকৃতি কি রূপ?
☞︎︎︎জাতীয় পতাকা ও রাষ্ট্রীয় প্রতীক ব্যবহারের পদ্ধতি কিরূপ? ১। যে কোন রাষ্ট্রীয় উৎসবের দিনে এই পতাকা সকলেই তার নিজ নিজ গৃহে উত্তোলিত করতে পারে। কিন্তু সূর্যাস্তের পর তা নামাতে হবে। ২। জাতীয় পতাকার মর্যাদা সবার ওপরে। তাই তার ওপরে বা ডানদিকে কোন পতাকা রাখা যায় না। ৩। সরকারী অফিস ও আদালতে এই পতাকা সবসময় উড্ডীন থাকে। ৪। রাষ্ট্রীয় শোক দিবসে সরকারী ও বেসরকারী দপ্তরগুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়। ৫। বিশেষ কোন উৎসব উপলক্ষে যদি কোন মিছিল বের হয় তাহলে সেই মিছিলের পুরভাগে জাতীয় পতাকা রেখে পরে অন্যান্য পতাকা রাখতে হবে। ৬। রাষ্ট্রীয় প্রতীক বা জাতীয় পতাকা ব্যবসা বা কোন লঘু ব্যাপারে ব্যবহার ‘ করা দন্ডনীয়। ৭। জাতীয় পতাকা কখনও কোন বস্তু বা ব্যক্তির সামনে নত করা যায় না। সেটা রাষ্ট্রের প্রতি অসম্মান প্রদর্শনের সামিল। জাতীয় পতাকার মান প্রাণ দিয়েও রক্ষা করা উচিত।
• প্রঃ জাতীয় সঙ্গীত কাকে বলে?—
☞︎︎︎যে সঙ্গীতে জন্মভূমির ঐতিহ্য, গৌরব ও শৌর্য বীর্যের বর্ণনা থাকে এবং যা দেশবাসীর মনে শ্রদ্ধা এবং ভক্তির ভাব জাগ্রত করে তাকে জাতীয় সঙ্গীত বলে।
• প্রঃ বর্তমানে ভারতের জাতীয় সঙ্গীত কোন্টি এবং সেটি কার রচনা?
☞︎︎︎বর্তমানে ভারতের জাতীয় সঙ্গীত “জনগনমন অধিনায়ক জয় হে”। ভারত ভাগ্য বিধাতা”। গানটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
• প্রঃ কোন সময়ে এই গানটি প্রথম গাওয়া হয়?
☞︎︎︎১৯১১ সালের ২৭শে ডিসেম্বর কোলকাতার জাতীয় কংগ্রেসের অধিবেশনে এই গানটি প্রথম গাওয়া হয়। ১৯৫০ সালের ২৪ শে জানুয়ারী এই গানটিকেই ভারতের সংবিধান সভা জাতীয় সঙ্গীতরূপে নির্বাচিত করে।
• প্রঃ প্রথম জাতীয় সঙ্গীত কি ছিল? তার রচয়িতা কে?
☞︎︎︎প্রথমে জাতীয় সঙ্গীত ‘বন্দেমাতরম'। গানটির রচয়িতা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গানটি এখন উদ্বোধনী সঙ্গীত রূপে গাওয়া হয়।
꧁সমাপ্ত꧂
Post a Comment