ভারতের বিভিন্ন রাজ্যে গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক

👇👇👇👇👇👇👇👇👇👇





1, অনসি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉 কর্ণাটক


2, বেতলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉ঝাড়খন্ড 


3, বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉 মধ্যপ্রদেশ


4,  ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉গুজরাট


5, গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉গুজরাট 


6, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉আসাম


7, ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉ছত্তিশগড়


8,  গ্রেট হিমালায়ান ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉হিমাচল প্রদেশ


9 দচিগাম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉জম্মু-কাশ্মীর


10,  মান্দালা প্লান্ট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉মধ্যপ্রদেশ


11, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉 সিকিম


12, মাধব ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉মধ্যপ্রদেশ


13, মৌলিং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉 অরুণাচল প্রদেশ


14, মুর্গা বনি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉তেলেঙ্গানা


15, নাওয়েগাঁও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉মহারাষ্ট্র


16, নাম ধাপ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?👉অরুণাচল প্রদেশ


17, ওরাং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉আসাম


18, মিডল বাটন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉 আন্দামান নিকোবর


19, নেকরেক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉মেঘালয়


20, মুকুরথি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ??

👉তামিলনাড়ু


21, বক্সা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉পশ্চিমবঙ্গ


22, গুয়িন্দী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉তামিলনাড়ু


23 কালেসার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉হরিয়ানা


24, এনা কুলাম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉কেরালা 


25, পাল্লা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉মধ্যপ্রদেশ


26, রিয়ার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉কেরালা


27, রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉রাজস্থান


28, বাল্মিকী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉বিহার


29, রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉উত্তরাখণ্ড


30, পিন উপত্যকা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉 হিমাচল প্রদেশ


31, বালপাকরম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉মেঘালয়


32, ভাসদা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉গুজরাট


33, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉ওড়িশা


34, কাম্বে ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉আন্দামান ও নিকোবর


35, গোবিন্দ পশুবিহার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?  

👉 উত্তরাখণ্ড


36, ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉তামিলনাড়ু


37, মহাত্মা গান্ধী সামুদ্রিক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉আন্দামান ও নিকোবর


38, কেইবুল নামজাও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉মনিপুর 


39, নন্দাদেবী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉উত্তরাখণ্ড


40, রানী ঝাঁসি সামুদ্রিক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉 আন্দামান ও নিকোবর


41,  সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉পশ্চিমবঙ্গ


42, বনবিহার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉মধ্যপ্রদেশ


43, মানস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉আসাম


44, মান্নার উপসাগর সামুদ্রিক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉তামিলনাড়ু


45, লোনলেম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থি? 

👉গোয়া


46, বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉কর্ণাটক


47, সাউথ বাটন আইসল্যান্ড ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉 আন্দামান ও নিকোবর


48, সুন্দরবন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉 পশ্চিমবঙ্গ


49, গরুমারা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉পশ্চিমবঙ্গ


50, কানহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉মধ্যপ্রদেশ


51, নাগার হল ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉কর্ণাটক


52, কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉কর্ণাটক


53, উত্তর বাটন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉আন্দামান ও নিকোবর


54, হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉জম্মু-কাশ্মীর


55, পেঞ্চ নেশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉মধ্যপ্রদেশ


56, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉 মহারাষ্ট্র


57।  ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉  অন্ধ্রপ্রদেশ 


58, বানর ঘাটা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉কর্ণাটক


59। শালা দিয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉 আন্দামান ও নিকোবর


60,  জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉উত্তরাখণ্ড 


61, ভেজাট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉রাজস্থান


62, মাউন্ট হ্যারিয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉 আন্দামান ও নিকোবর


66, সেলিম আলী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉জম্মু-কাশ্মীর


67, সারিকা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉রাজস্থান


68, তাডোবা আন্ধেরি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉মহারাষ্ট্র


69, নামেরি নেশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉আসাম


70, মুণ্ডমালাই ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉তামিলনাড়ু


71, মহাবীর হারিয়ানা বনস্থলী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

,👉তেলেঙ্গানা


72,  কচ্ছ উপসাগর সামুদ্রিক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉 গুজরাট


73, কঙ্গারঘাট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉কেরালা


74। নেওরা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉 পশ্চিমবঙ্গ


75, স্যাডল পিক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉আন্দামান ও নিকোবর


76, সঞ্জয় ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉মধ্যপ্রদেশ


77, ফাওনপুই ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉 মিজোরাম


78।  সিমলিপাল  ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉ওড়িশা


79, ইটানিক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉নাগাল্যান্ড


80, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉 উত্তরাখন্ড


81, মুরলে ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉মিজোরাম


82,  গুগামাল ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉  মহারাষ্ট্র  


83, সাতপুরা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉মধ্যপ্রদেশ


84, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉 কেরালা


85, দুদুয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉উত্তরপ্রদেশ


86, আনাইমুদি সোলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉কেরালা


87, বাই সন নেশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉বাইসন


88,  ক্লার্ডডেড লেপার্ড ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? 

👉ত্রিপুরা 


89,  ইন্দারকিলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉 হিমাচল প্রদেশ


90, জলদাপাড়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉 পশ্চিমবঙ্গ


91, কৈওলাদেও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉রাজস্থান


92, কিস্তওয়ার  আওয়ার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉জম্মু-কাশ্মীর


93,খিরগঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉হিমাচল প্রদেশ


94, কুনো ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉মধ্যপ্রদেশ


95,  মুকুন্দ্র ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉রাজস্থান


96, নটাংকি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉নাগাল্যান্ড


97, পামবাদুম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉 কেরালা


98, পাপিকোন্তা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉মধ্যপ্রদেশ


99, রনথম্বোর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉রাজস্থান


100,  শিরোহি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉 মনিপুর


101, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉 উত্তরাখণ্ড


102, সুলতানা পুরা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

👉 হরিয়ানা


103, সিম্বালবারা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

👉হিমাচল প্রদেশ

Post a Comment

Previous Post Next Post