MY AIM IN LIFE TO BE A ✒️WRITER ✍️
Everybody wants to achieve something great in his or her life. We achieve what we strongly desire to get. An aim makes one's life meaningful. My aim is to become a writer when I grow up. I have my reasons for this choice. Firstly, my grandfather is a writer. I have read some of his books. Besides these, I have read many books meant for children. I feel, I can also write if I try to write. I have a flair for writing. Plots come in my imagination. I often write stories and articles. Some of them have been published in different magazines. My parents and friends speak highly of my stories. In future I shall speak against social evils through my stories. In this way I shall serve my society through my pen. As a writer I shall live permanently in the hearts of my fellow-countrymen.
achieve-লাভ করা/লক্ষ্যে পৌঁছান, meaningful - অর্থবহ, desire ইচ্ছা/ কামনা করা, plot কাহিনিসূত্র, flair- সহজাত দক্ষতা, imagination – কল্পনা, serve – সেবা করা, fellow-countrymen – স্বদেশবাসী।
আমার জীবনের লক্ষ্য ✒️(একজন লেখক হওয়া)✍️
📌বঙ্গানুবাদ : প্রত্যেকেই জীবনে বড়ো কিছু অর্জন করতে চায়। যা আমরা প্রবলভাবে ইচ্ছা করি তাই আচারা অর্জন করি। লক্ষ্য জীবনকে অর্থবহ করে তোলে। বড়ো হয়ে আমি একজন লেখক হতে চাই। এই পছন্দের পিছনে কতকগুলি কারণ আছে। প্রথমত, আমার ঠাকুরদা একজন লেখক। আমি তার কিছু বই পড়েছি। এগুলি ছাড়াও শিশুদের জন্য লেখা অনেকগুলি বই আমি পড়েছি। আমার মনে হয়, যদি আমি চেষ্টা করি আমিও লিখতে পারি। আমার লেখার সহজাত দক্ষতা আছে। আমার কল্পনাতে অনেক কাহিনি আসে। আমি প্রায়ই গল্প ও প্রবন্ধ লিখি। তাদের কিছু কিছু বিভিন্ন পত্র-পত্রিকাতে প্রকাশিত হয়েছে। আমার বাবা-মা ও বন্ধুরা আমার গল্পের উচ্চ প্রশংসা করে। ভবিষ্যতে গল্পের মধ্য দিয়ে সামাজিক অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলব। এভাবেই কলম দিয়ে আমি সমাজসেবা করব। লেখক হিসেবে আমার দেশবাসীর হৃদয়ে আমি পাকাপাকিভাবে থাকব।
পোস্ট টি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে share করুন 👇👇
Post a Comment