মডেল অ্যাক্টিভিটি টাস্ক
পঞ্চম শ্রেণি
বিষয় - আমাদের পরিবেশ
Part 1
পুকুরের জল পরিষ্কার রাখতে কি কি নিষেধাজ্ঞা জারি করা উচিত?
উত্তর পুকুরের জল পরিষ্কার রাখতে যে যে নিষেধাজ্ঞা জারি করা উচিত সেগুলি হল
১) পুকুরে কাপড় কাচা বাসন মাজা গরু-মোষ স্নান করানো বন্ধ করতে হবে
২) পুকুরের মধ্যে কোন নোংরা আবর্জনা, প্লাস্টিক জাতীয় জিনিস মৃতদেহ, আনাজ এর খোসা, ডিটারজেন্টের জল পয়:প্রণালীর ফেলা বন্ধ করতে হবে।
কম গভীর টিউবওয়েল এর জল খাওয়া উচিত নয় কেন?
উত্তর - কম গভীর টিউবয়েলের জল পান করা উচিত নয় কারণ মাটির উপরের নোংরা জল চু৺ইয়ে ওই জলের সঙ্গে মিশে যায় ফলে ওই জলের মধ্যে অনেক রোগ জীবাণু থাকে যা খেলে আমাদের বিভিন্ন রোগ হয়।
কোনো অঞ্চলে জীব-বৈচিত্র কেন সংরক্ষণ করা উচিত বলে তোমার মনে হয়?
উত্তর - 1) আমরা খাদ্য পোশাক ও বাসস্থানের জন্য বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের উপর নির্ভর করে থাকি তাই এই সমস্ত প্রাণী ও উদ্ভিদের সংরক্ষণ করা আমাদের একান্ত কর্তব্য।
2) পরিবেশে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী আছে বলে আমরা বেঁচে আছি এবং প্রত্যেক প্রাণী অন্য কোন প্রাণীর ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল তাই জৈব বৈচিত্র বাঁচানো মানেই আমরা আমাদের নিজেকে বাঁচিয়ে রাখা।
পিঁপড়েরা হয়তো বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে এই সত্যতা প্রমাণে একটি ঘটনার উল্লেখ করো।
উত্তর- আমি একদিন গ্রীষ্মকালে বারান্দায় বসে ছিলাম হঠাৎ করে দেখলাম পিঁপড়ে গুলি সারিবদ্ধ ভাবে মুখে করে কিছু একটা নিয়ে যাচ্ছে এবং সেগুলিকে দেয়ালের একটু উঁচু ফাটলের গিয়ে লুকিয়ে রাখছে একটু কাছে গিয়ে লক্ষ্য করে দেখলাম সেই গুলি তাদের খাবার না সেগুলি হল তাদের ডিম। ডিম গুলিকে তারা বৃষ্টির জলে ভিজে যাওয়ার ভয়ে উঁচু জায়গায় সরিয়ে রাখছে তারপর সেই দিন বিকালে দেখলাম সত্যিই বৃষ্টি হলো এই থেকেই বোঝা গেলো যে পিঁপড়েরা বৃষ্টির সম্ভাবনা আগে থেকে বুঝতে পারে।
Post a Comment