My experience in a stormy night
A stormy night is really dreadful and horrible. It occurs specially in the month of chaitra and Baishakh. Last night a terrible storm begun. Last night the sky was overcast with clouds. The winds were blowing violently from all directions. Sometimes there is lighting occasionally thunders roar.People shudder in fear. Nature was looking very gloomy.There was a terrible sound all around.Roofs of houses are blown away.It was very fearful to me. Being feared I took shelter to my mom’s lap.
বঙ্গানুবাদ -
একটি ঝড়ের রাত সত্যিই ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর। এটি বিশেষ করে চৈত্র ও বৈশাখ মাসে হয়। কাল রাতে ভয়ানক ঝড় শুরু হয়। গতকাল রাতে আকাশ মেঘে ছেয়ে গেছে। চারদিক থেকে প্রবল বেগে বাতাস বইছিল। মাঝে মাঝে লাইটিং আছে মাঝে মাঝে বজ্রের গর্জন। মানুষ ভয়ে কাঁপছে। প্রকৃতি খুব বিষণ্ণ লাগছিল। চারিদিকে একটা ভয়ানক শব্দ হল। ঘরের ছাদ উড়ে গেছে। এটা আমার কাছে খুব ভয়ের ছিল। ভয় পেয়ে মায়ের কোলে আশ্রয় নিলাম।
Post a Comment