New life coaching centre এ ভর্তি হওয়ার জন্য সৌরভ ব্যানার্জী Sir এর সঙ্গে যোগাযোগ করুন 👉 8972918675
New Life Coaching Centre এর অভিজ্ঞ শিক্ষক সৌরভ ব্যানার্জী বাবুর উদ্যোগে এবং প্রচেষ্টায় আজ আপনাদের সঙ্গে একটি Mock Test এর আয়োজন করেছি। এই পরীক্ষাটি মূলত যারা SSC MTS 2022 Havildar এর পরীক্ষার্থী রয়েছেন তারা অংশগ্রহণ করতে পারেন এবং নিজেকে যাচাই করতে পারেন । এছাড়াও অন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার্থী রা অংশগ্রহণ করতে পারেন।
পরীক্ষাটিতে মোট 40 টি প্রশ্ন রয়েছে । কোনো Negative Marking নেই।
আশাকরি পরীক্ষাটি তোমাদের খুব উপকারে আসবে। পরীক্ষার দুই দিন পর থেকে অংশগ্রহণকারীদের নাম আমার এই ব্লগিং সাইট এ নিজের স্কোর বোর্ড দেখতে পারবে , এই পেজ visit করে ।
পরীক্ষাটি শুরু করার জন্য নিচের Start Button ক্লিক করুন ।
পরীক্ষা শুরু করার পূর্বে নিচের নিয়মাবলী গুলি একবার পড়ে নিন।
নিয়মাবলী
স্টার্ট বাটন ক্লিক করে নিজের নাম ও Passcode 2507 দিয়ে স্টার্ট করবেন।
প্রশ্নগুলি ভালো করে বুঝে উত্তর দিতে হবে।
প্রত্যেকটি প্রশ্নের মান 1
একজন পরীক্ষার্থী কেবলমাত্র একবারই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
বেশি তাড়াহুড়ো করে উত্তর দেবে না।
আজকের পরীক্ষার সময় বেঁধে দেওয়া হয়েছে 40 মিনিট।
আশা করি সবাই পাস করবেন Pass Marks হল 60 শতাংশ।
পরীক্ষাটি শুরু করার জন্য নিচের Start Button ক্লিক করুন ।👇👇👇👇👇
Post a Comment