A VISIT TO A PLACE OF INTEREST PARAGRAPH 



[Points: Date of visit - Place of visit. - Your companions - Mode of transport-Worth-seeing place/places. -Your impression.]


(Madhyamik 1997, 2001, 2004)


On December 23, last year, I had a pleasure trip to Murshidabad, the one time capital of Bengal. I was accompanied by my parents and my little sister. We boarded a train from Sealdah Station and reached Berhampur after a journey of four hours. From there we reached our destination by car. We stayed in Murshidabad for two days, and saw all its attractions. We first visited Hazar Duari. Here we were thrilled to see the sword of Nawab Siraj, the canons and other historical exhibits. We also visited the Jafarganze Place, the Katra Mosque, Motijhil Palace and the tombs of Nawab Alivardi Khan, Siraj and Lutfulnessa. History seemed to speak to us. The mansions, graveyards and the last remnants of the Muslim rule attracted me much. I felt as though I had stepped back in history. My trip to Murshidabad will for ever be treasured up in my memory.


[trip – ভ্রমণ, accompanied – সঙ্গে গিয়েছিল, boarded চেপেছিলাম, destination - গন্তব্যস্থল, attractions – আকর্ষণীয় বস্তু, thrilled – শিহরিত, exhibits – প্রদর্শিত বস্তু, graveyard- সমাধিক্ষেত্র, remnants – ধ্বংসাবশেষ ]


অনুবাদ : গত বছর ২৩ ডিসেম্বর আমি প্রমোদ ভ্রমণে এক সময়ের বাংলার রাজধানী মুর্শিদাবাদ-এ গিয়েছিলাম। আমার সঙ্গে আমার বাবা-মা ও ছোট্ট বোন গিয়েছিল। শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে চড়েছিলাম এবং ৪ ঘণ্টা পরে বহরমপুর পৌঁছেছিলাম। তারপর সেখান থেকে গাড়িতে আমরা আমাদের গন্তব্যস্থলে গিয়েছিলাম। মুর্শিদাবাদ-এ আমরা দুই দিন ছিলাম এবং সেখানকার সমস্ত আকর্ষণীয় বস্তু দেখেছিলাম। প্রথমে আমরা হাজারদুয়ারি দেখেছিলাম। নবাব সিরাজের তরবারি, কামান এবং অন্যান্য ঐতিহাসিক প্রদর্শন দেখে আমরা শিহরিত হলাম। আমরা তার পর জফরগঞ্জ প্যালেস, কাটরা মসজিদ, মতিঝিল প্যালেস এবং নবাব আলিবর্দী খাঁ, সিরাজ ও লুৎফন্মেসার সমাধি কক্ষ দেখলাম। ইতিহাস যেন আমাদের সঙ্গে কথা বলে উঠল। মুর্শিদাবাদ-এর প্রাসাদগুলি, সমাধিক্ষেত্রগুলি ও মুসলিম শাসনের শেষ ধ্বংসাবশেষগুলি আমাকে আকর্ষণ করেছিল। আমার মনে হচ্ছিল আমি যেন অতীত ঐতিহাসিক দিনগুলোতে ফিরে গেছি। আমার মুর্শিদাবাদ ভ্রমণ চিরদিন স্মৃতিতে অক্ষয় হয়ে থাকবে।

Post a Comment

Previous Post Next Post