Video টি দেখতে 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
সপ্তম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্ন এবং উত্তর পার্ট 2
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :
১.১ পাগলা গনেশ' গল্পে যে সালের কথা বলা হয়েছে—১৫৮৯/২৫৮৯/৩৫৮৯/৫৫৮৯।
উত্তর :- ৩৫৮৯
১.২ My Native land, good night!'-উদ্ধৃতিটি—মাইকেল মধুসূদন দত্তের/বায়রনের/শেক্সপিয়রের/মিলটনের।
উত্তর :- বায়রনের ।
১.৩ চিংড়ি হলাে একটি—খাঁটি দেশি শব্দ/তৎসম শব্দ/তদ্ভব শব্দ/অর্থ-তৎসম শব্দ।
উত্তর :- খাটি দেশী শব্দ ।
১.৪ বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দের একটি উদাহরণ- -অফিসপাড়া/বাজিকর/পাউরুটি/বেকসুর।
উত্তর :- অফিসপাড়া ।
২. একটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ তবে তিনি তাে ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক।-এখানে কার কথা বলা হয়েছে ?
উত্তর :- এখানে ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক নন্দলাল বসুর কথা বলা হয়েছে।
২.২ খােকনের বাবার বন্ধু কোন শহরে থাকেন ?
উত্তর :- খােকনের বাবার বন্ধু লক্ষ্ণৌ শহরে থাকে ।
২.৩ 'মিনার আর ‘মিনারেট'-এর ফারাক কোথায় ?
উত্তর :-আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তাকে মিনার বলা হয় ।
অন্যদিকে মসজিদ সমাধি কিংবা অন্য কোন ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার কখনো থাকে বা কখনো থাকে না তাকে মিনারেট বলা হয় ।
Post a Comment