সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞান পার্ট ওয়ান
2. ম্যরাসমাস রোগের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায় .
উত্তর - ম্যরাসমাস রোগের লক্ষণ -
মাংসপেশির শীর্ণতা - মাংসপেশির অবক্ষয়ের ফলে হাড় জিরজিরে হয়
মুখের পরিবর্তন - মুখ শুকিয়ে যায়, চোখ কোটরাগত হয়, মুখমন্ডল বয়স্কদের মত দেখায়
উদারাময় - ঘনঘন পেটের অসুখ হয় ।
3. তুঁতের জলীয় দ্রবণে একটা লোহার পেরেক ডুবিয়ে দিলে কিছুক্ষণ পরে কি পরিবর্তন দেখবে ? এটি কি ধরনের বিক্রিয়া ? বিক্রিয়ার সমীকরণ দাও।
উত্তর - 📌কি করা হল - একটি পাত্রে জলীয় দ্রবণ নিয়ে তাতে লোহার পেরেক ডুবিয়ে রাখা হলো।
📌কি দেখলাম - লোহার পেরেক এর গায়ে লাল রঙের আস্তরণ জমেছে।
📌কারণ - এখানে তুঁতে বা কপার সালফেট এর সঙ্গে লোহার প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে । কপার সালফেট থেকে কপার অধঃক্ষিপ্ত হয় এবং লোহার সঙ্গে মিশে ফেরাস সালফেট উৎপন্ন করে। অধঃক্ষিপ্ত কপার লোহার পেরেক এর গায়ে লাল রঙের আস্তরণ ফেলে দেয়।
📌এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া এই বিক্রিয়াটি সমীকরণটি হলো নিম্নরুপ
Fe + CuSo4 = FeSo4 + Cu
তোমার দেহ থেকে কোন কোন উপায় জল বাইরে বেরিয়ে যায় ব্যাখ্যা করো।
উত্তর - দেহ থেকে জল নির্গমনের পরিমাণ -
।) ঘামের মাধ্যমে 2 লিটার
ii) মূত্রের মাধ্যমে 1.5 - 2 লিটার
iii) মলের মাধ্যমে 200 মিলিলিটার
iv) শ্বাস- বায়ুর মাধ্যমে 400 মিলিমিটার
v) অশ্রুর মাধ্যমে 50 মিলিলিটার
Post a Comment