সপ্তম শ্রেণির মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021

বিষয় - পরিবেশ ইতিহাস পর্ব  ২


(1) শশাঙ্ক বৌদ্ধবিদ্বেষী ছিলেন—এই উক্তিটা ঠিক না ভুল? তােমার উত্তরের সপক্ষে দুটি অথবা তিনটি বাক্য লেখাে।


উত্তর :-

শশাঙ্ক ছিলেন শৈব অর্থাৎ শিবের উপাসক । শ্রীমূলকর নামক বৌদ্ধ গ্রন্থে এবং সুয়ান জাং-এর ভ্রমণ বিবরণীতে তাকে বৌদ্ধবিদ্বেষী বলা হয়েছে। শশাঙ্কের বিরুদ্ধে অভিযােগ করা হয় যে তিনি বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র ধর্মীয় স্মারক ধ্বংস করেছিলেন। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের রচিত হর্ষচরিত গ্রন্থে শশাঙ্ককে নিন্দা করা হয়েছে।


 



(২) সুলতান মামুদের ১৭ বার ভারত আক্রমণের পিছনে প্রকৃত কারণ কী ছিল বলে তােমার মনে হয় ? (৭०/৮০টি শব্দে লেখ)


উত্তর :-

গজনির সুলতান মামুদ ১০০০ খ্রিস্টাব্দ থেকে ১০২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় সতেরােবার উত্তর ভারত আক্রমণ করেন।

সুলতান মামুদ ভারতের ইতিহাসে একজন আক্রমণকারী হিসাবে চিহ্নিত হয়ে আছেন। কিন্তু তিনি শুধুই একজন যোদ্ধা ছিলেন না। ভারত থেকে তিনি যেমন প্রচুর সম্পদ লুঠ করেছেন, তেমনি নিজের রাজ্যে ভালো কাজে ব্যয় করেছেন। তার আমলে রাজধানী গজনী এবং অন্যান্য শহরকে সুন্দর করে সাজানো হয়েছিল । মামুদ সেখানে প্রাসাদ, মসজিদ, গ্রন্থাগার বাগিচা, জলাধার, খাল এবং আমু দরিয়ার নদী বাঁধ নির্মাণ করেন । তিনি একটি বিশ্ববিদ্যালয় তৈরি করেন সেখানে শিক্ষকদের বেতন এবং ছাত্রদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা ছিল ।



(৩) নীচের শব্দগুলির জন্য দুটি করে বাক্য লেখা :



(ক) মাৎস্যন্যায় ?


উত্তর :-

মাৎস্যন্যায় বলতে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয় । পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে , অরাজকতার সময়ে তেমনি শক্তিশালী লোক দুর্বল লোকের ওপর অত্যাচার করে । শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় এরকম অরাজকতা সৃষ্টি হয়েছিল তাই এই সময়টি কে বলা হয় মাৎস্যন্যায়। 



(খ) ব্রহ্মদেয় :


উত্তর :-

কৃষি জমির পরিমাণ বাড়ানোর জন্য ব্রাহ্মণদের অনেক সময় জমি দান করা হতো । ব্রাহ্মণদের কিছু জমি দেওয়া হতো , যার কর নেওয়া হতো না । জমিদারের এই ব্যবস্থাকে ব্রহ্মদেয় বলে ।



(গ) খিলাফত :


উত্তর:-

মহম্মদের পর ইসলাম জগতের নেতৃত্ব কে দেবেন তা নিয়ে প্রশ্ন ওঠে। তখন মহম্মদের প্রধান চার সঙ্গীরা একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন। এদের বলা হয় খলিফা। খলিফা শব্দটা আরবি। তার মানে প্রতিনিধি বা উত্তরাধিকারী। প্রথম খলিফা ছিলেন আবু বক্কর।








Post a Comment

Previous Post Next Post